• Tue. Jan 14th, 2025

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাজেটের ছবি ফিউরিওসা

চ্যানেল আই অনলাইন – ২১ এপ্রিল, ২০২১
আসছে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ এর প্রিকুয়েল ‘ফিউরিওসা’। ৩৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচ হবে এই ছবি নির্মাণে। এর আগে অস্ট্রেলিয়ায় এত বড় বাজেটের কোনো ছবি নির্মাণ করা হয়নি।
এই ছবিতে অভিনয় করবেন ক্রিস হেমসওয়ার্থ, আন্যা টেইলর-জয় এবং ইয়াহিয়া আবদুল-মতিন। চার্লিজ থেরনের জনপ্রিয় চরিত্র ‘ইমপারেটর ফিউরিওসা’ চরিত্রটি নিয়ে তৈরি হবে এই ছবি।
এবারের ছবিতে থাকছেন না চার্লিজ থেরন। ছবির মূল চরিত্রে দেখা যাবে আন্যা টেইলর-জয়কে। কম বয়সী ‘ফিউরিওসা’র চরিত্রে অভিনয় করবেন তিনি।
ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, ২০২৩ সালের ২২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফিউরিওসা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *