• Wed. Nov 20th, 2024

এখনো শোকের কাতরতা (অনীক মাহমুদ)

  • Home
  • এখনো শোকের কাতরতা (অনীক মাহমুদ)

এখনো শোকের কাতরতা, এখনো বুকের আহাজারি
১৫ই আগস্ট সেই স্মৃতিগুচ্ছ মেলে ধরে যখোনই
একঝাঁক হায়েনার অসংবৃত হিংসাতায়-
মনে হয় মহিমার সবটুকু দিগন্তের নীল মুছে গেছে।
আরো মনে পড়ে লন্ডনের ক্লারিজেস হোটেলের আবেগার্তি
৮ই জানুয়ারি ১৯৭২ ফোনে ফোনে স্বজনের বিহŸলতা,
‘আব্বা আমি রাসেল বলছি । হ্যালো, হ্যালো আপনি কেমন আছেন?
আমি ভালো আছি।’
বঙ্গমাতা বাষ্পরুদ্ধ, শেখ কামালের জিজ্ঞাসা:
আব্বা, তুমি কেমন আছো? তোমার শরীর কেমন?’
: ‘ভালো। বাড়ির তোরা সব বেঁচে আছিস তো?’
: ’হ্যাঁ আব্বা,কবে আসছো?’
: ’তাড়াতাড়ি আসছি।’
বাহাত্তর দ্রুততার সোয়ারিতে ছিলো।
জনকের হার্দ্যলোকে আরো ছিলো যুদ্ধ বিধ্বস্ত নিরন্ন মানুষ,
দুঃখমোচনের দায় যে পিতার মমতায় ছিলো বাঁধা !
তবু পঁচাত্তরের ঘাতকতা কেউটের বিষে বিষে উন্মাতাল!
পুরনো রিজমে পুঁতেরাখা আক্রোশ- জিঘাংসা
পিতার পরম ছায়া আর মায়া অপমানে- হতমানে
ঠেলে দিতে করেনি কসুর!

আজ সেই ভয়াল রাতের নষ্টকলি অন্ধকার
ধানমন্ডি বত্রিশের সুপ্তলতা ধরে এখনও
কেমন সন্তাপে শোকাবহ সময়ের কথা বলে-
আজো হৃদয়ের হাহাকারে কেন জানি শূন্যতার
করুণ সিম্ফোনি বেজে যায় নিরন্তর আহা! ..

নিয়মিত পৌরকর দিন,
পৌরসভার সেবা নিয়ে
সুস্থ জীবন গঠন করুন।
শরীফ উদ্দিন প্রধান
মেয়র,
পাবনা পৌরসভা, পাবনা।