পৃথিবীর রূপ বদলে গেছে
মুখে মাস্ক আর স্যানিটাইজার হাতে।
রূপ বদলিয়েছে হাসপাতালের
হাহাকার জুড়ে করে ত্রাস,
‘প্রয়োজন অক্সিজেনের’।
অভাবে, আর্তনাদে কত সে দেয়াল ফাটে
চাপা পড়ে সব ঠিকই শবদাহ ঘাটে!
আহা! রাস্তার পরে কত লাশের বহর
ঠিকানা হয় শ্মশান নয়ত কবর।
আবার প্রতিটা দাফন-দাহের গল্পমগ্ন
রোজই রুখে দিচ্ছে,
দু’চোখের গোছানো স্বপ্ন;
এই বহর, এই চিৎকার আর-
ক্ষয়ময়ী স্বপ্ন; পুরো বিশ্বের।
তথাপি করোনা; তোমার প্রতিটা থাবা,
নয় শুধু প্রতি নিঃস্বের!
তুমিই এখন হয়ে দাঁড়িয়েছো
সবার দিন রাত্রির সঙ্গী।
তোমার কুৎসিত হাসির আড়ালে,
আমাদের করেছো বন্দী!
শেষে অনুভূতির দেয়াল ডিঙানো উব্দি
তুমিই হয়েছো এখন,
নিরূপায় শৃঙ্গের পরিসমাপ্তি।