হে রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি বিশ্বকবি
হে নজরুল, তুমি জাতীয় কবি
তোমরা আমাদের প্রাণ
তোমরা কোথায়?
তোমরা আমাদের চলার পথের দিশারী
তোমরা আমাদের ভুলে চলে গেছ ওপারে
তোমাদের মৃত্যুতে আমরা সবাই বিস্মিত
হে রবীন্দ্রনাথ ঠাকুর,
হে কাজী নজরুল ইসলাম,
তোমরা কোথায় আছ???