অনেকটা সময় লেগেছে বুঝতে তোমায়
যত দেখি আবিষ্কারের নেশা যেন পেয়ে বসে আমায়।
আলোকিত চাঁদের মতো তুমি
তোমাকে চেনার পর, জানার পর
কী এক মায়ার জালে জড়িয়ে পড়ি আমি।
কল্পনায় লালিত স্বপ্নগুলো
বড় সরল বড় অসহায় লাগে তখন।
দীর্ঘদিন উপোসী আমি
আমার ভেতরে ঘুমন্ত মানুষটা
তোমায় ছুঁতে যেতে ব্যর্থ হয়।
নিজের মধ্যেই নীরব থাক তুমি
তোমার বৈধব্য আর আমার উপস্থিতি
পরস্পর থেকে তখন দূরে বহু দূরে।