উপকারীর উপকারটা কেন ভুলে যাও,
অন্যায় ভাবে বরং আরো উল্টা-পাল্টা শোনাও।
এই জন্যই একে অপরের উপকার করতে চাচ্ছে না,
ভাবছে একদিন অস্বীকার করে দিবে যন্ত্রণা।
এমন ঘটনা অনেক ঘটছে দেখ এই সমাজে,
তবুও মানুষ মানুষের দেখ পাশে দাড়াচ্ছে।
তাই সঠিক সত্য চাওয়া পাওয়া একে অপরকে দাও,
অন্যায় ভাবনাটাকে ভাইরে মন থেকে তাড়াও।
বুঝতে চেষ্টা করি কদিন পৃথিবীতে থাকবো,
অন্যায় ভাবে কেন আমরা মানুষ কাঁদাবো।
উপকার করে জোড় গলায় তা বলতে যাবে না,
আবার উপকার পেয়েও জোড় গলায় অস্বীকার করবো না।