• Fri. Nov 22nd, 2024

এই মুজিবাব্দ (আসলাম সানী)

তোমার আগমন এক মাহেন্দক্ষণ

ঝড় ঝঞ্ঝা অন্ধকার ভেদ করে

মাথায় গৌরবের আলোকসূর্য বয়ে

এসেছিলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়

           বাইগার-মধুমতির তীরে

পুণ্য পবিত্র ফরিদপুরে

           বাঙালির চিরশ্রদ্ধা- সম্মোহনের তীর্থস্থান

মহাকালের এই বারো আউলিয়ার আরাধ্য বাংলায়

           সতেরোই মার্চ উনিশ’শ বিশ সালেÑ

শান্তি সৌম্য মুক্তি আর

           স্বাধীনতার দৃপ্ত আলোক জ্বেলে

পদ্মা মেঘনা যমুনা বিধৌত

           বঙ্গোপসাগরের শীতল ধারায়

           মেঘমল­ার ধূমকেতু

                বাঙালির বরপুত্র

সংগ্রাম দোহ বিপ্লব জাতি রাষ্ট্রের মহা অভিষেক

ছাপ্পান্ন হাজার বর্গমাইল পেরিয়ে

এই বিশ্বব্রহ্মান্ডে

শোষিতের মুক্তি বাণী লয়ে

নির্যাতিত নিপীড়িত পরাধীন জাতির স্বাধিকার-স্বাধীনতা আর

একটি জাতি-রাষ্ট্রের অভ‚্যদয়ের দৃঢ় স্বপ্ন হয়ে

তাই তোমার শুভ জন্মদিন আজ

বিশ্ব বাঙালির মানবিক বাংলাদেশ

বাহান্ন-একাত্তর- মহান মুক্তিযুদ্ধ স্নাত গর্বিত ইতিহাস

এই মুজিবাব্দ- এই সৌভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব- উন্নতি মঙ্গলযাত্রায়

রামমোহন বিদ্যাসাগর নেতাজী রবীন্দ্র নজরুল

আলোকসম্পাৎ- জয় বাংলা…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *