• Fri. Nov 22nd, 2024

গুডবাই মানব সভ্যতা ( রবীন্দ্র গোপ)

করোনার কালে আপনঘরে নিজের মাঝে নির্বাসনে

রোদে মাপি কলমের কালি, বৃষ্টি ভরে রাখি কৌটোয়

গোলাপ শুকিয়ে রাখি ভালোবাসা আসবে বলে

চুম্বনের দীর্ঘশ্বাস মুঠোভরা পদ্যপুঁথিতে রাখি জমা।

হিমালয় খুলে দাঁড়িয়েছে- প্রগাঢ় আঁধারে বরফ দরোজা

করোনা দেখাবে এবার হিমালয়ে স্বর্গের বাড়িটা।

একি এমন করোনাকাল মানুষের মৃত্যুতে মানুষ

কাঁদতেও ভুলে গেছে! প্রিয়জনের মরণযাত্রা যায় না আপন কেউ

এ এক আত্মনিমগ্ন নিষ্ঠুর সময় মানুষ থেকে মানুষ দ‚রে

সাবান সভ্যতা মর্যাদার আসনে মানুষের মাঝে নিয়েছে ঠাঁই।

সাবান ঘষিয়ে শুদ্ধ হবে মানুষেরা- বিশ্বময় শুদ্ধতা

মানুষের আবরণে জন্তুগুলো প্রকৃত মানুষ হবে,

বরফের আবরণ থেকে আঁধারের ভালোবাসা থেকে

একদিন করোনা বলবে, এবার যাই গুডবাই- মানব সভ্যতা!

                              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *