করোনার কালে আপনঘরে নিজের মাঝে নির্বাসনে
রোদে মাপি কলমের কালি, বৃষ্টি ভরে রাখি কৌটোয়
গোলাপ শুকিয়ে রাখি ভালোবাসা আসবে বলে
চুম্বনের দীর্ঘশ্বাস মুঠোভরা পদ্যপুঁথিতে রাখি জমা।
হিমালয় খুলে দাঁড়িয়েছে- প্রগাঢ় আঁধারে বরফ দরোজা
করোনা দেখাবে এবার হিমালয়ে স্বর্গের বাড়িটা।
একি এমন করোনাকাল মানুষের মৃত্যুতে মানুষ
কাঁদতেও ভুলে গেছে! প্রিয়জনের মরণযাত্রা যায় না আপন কেউ
এ এক আত্মনিমগ্ন নিষ্ঠুর সময় মানুষ থেকে মানুষ দ‚রে
সাবান সভ্যতা মর্যাদার আসনে মানুষের মাঝে নিয়েছে ঠাঁই।
সাবান ঘষিয়ে শুদ্ধ হবে মানুষেরা- বিশ্বময় শুদ্ধতা
মানুষের আবরণে জন্তুগুলো প্রকৃত মানুষ হবে,
বরফের আবরণ থেকে আঁধারের ভালোবাসা থেকে
একদিন করোনা বলবে, এবার যাই গুডবাই- মানব সভ্যতা!