কলস কাঁখের দিন ক্রমশ বিলীন!
নদীর নিকট যেতে যেতে-ক্লান্ত নারী ও পুরুষ,
স্রোতের জলের কাছে কতো আর খুলে দেবে
উদোম আঙিনা, দেহের গোপন।
নদীও ক্লান্তির রাণী–
কোথায় বর্ষাতী, বিমূঢ় যুবতী!
কী অদ্ভুত সমঝোতা–
নদীতে যৌবন নেই নিয়মমাফিক–
না নিজের, না রমণী পুরুষের।
আরো আছে অদ্ভুত উল্টাগমন।
নদী আর দর্শনের দেবী নেই
এখন সুড়ঙ্গসেবী,
চাপকলের গভীরে নদী তার ফেরি করে দুগ্ধজল।
শহরের ঘরে ঘরে, অফিসে বাড়িতে
সাপের আদলে, বাঁশরূপী দীঘল পাইপে
স্নানঘরে, ভোগায়তনে, বাগানে
সীমাবদ্ধ সাঁতারের শুচিবাই চৌবাচ্চায়
বেসিনে টেস্টটিউব নদী, যান্ত্রিকতার আঁচ চায়!
অসংখ্য নলের গতি– বিভাজিত জলেরই জাতক।
টেস্টটিউব নদীদের কথা– সেও এক বাস্তবতা।
জলেরা মানবমুখী, নদীরা নদীতে নেই–
জল গেলো কল অভিমুখে রে সমাজ, তোমার জন্যেই!
অক্ষরবৃত্ত
বর্তমানে আমরা অদৃশ্য শত্র“ করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করছি। কোন অবহেলা না করে স্বাস্থ্যবিধি মেনে চলে নিজে সুস্থ থাকুন, পরিবার ও প্রিয়জনদের সুস্থ থাকতে সচেষ্ট হোন। আপনার সচেতনতাই পারে দেশ ও জাতিকে সুন্দর ও স্বাস্থ্যসম্মত জীবন ফিরিয়ে দিতে। আসুন সবাই মাস্ক এবং সাবান/ স্যানিটাইজার ব্যবহার করি, সুস্থ পরিবেশ, সতেজ জীবন ফিরিয়ে আনি।
-সম্পাদক