দুটি ছেলে চকুরী করে সংসার চালায়,
বড় বড় পদে চাকুরী বেতন অনেক পায়।
বাবা-মা অবসরে পেনশন তারা পায়,
মা-বাবার সেই অর্থ ছেলেরা নাহি চায়।
পুত্রবধুদের অনেক যতœ সেবা তারা পায়,
দুটি বউই অনেক সুন্দর অনেক বুদ্ধি মাথায়।
শশুর-শাশুরিদের ও অনেক আদর তারা পায়,
প্রেমের মায়ার বাঁধনে বাধা যেন তারা সবাই।
তাই পরিবারে সুখ শান্তি যদি রাখতে চাও,
কে অপরকে সেই ভাবে ভাইরে বুঝে নাও।
ভাবছে আমার সঠিক ভাবনা অথচ অন্যায়,
অশান্তির আগুন জ্বলে কেবল ঐ তাদের দ্বারাই।