করোনাভীতির মধ্যেই শেষ হয়েছে ১০ দিন ব্যাপী বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের বিভিন্ন ডিসিপ্লিনের খেলা, পদক বিতরণীর প্রদর্শনী, অতিথিদের ভার্চুয়াল ভাষণ, মাসকট পায়রার বিদায়, আতশবাজীর প্রদর্শনী ও বিউগলের বিদায়ী রাগিনীর সঙ্গে সবার শেষে নেভানো হয় গেমসের মূল মশাল।
এবার ৩১টি ডিসিপ্লিনে অংশ নিয়েছিলেন মোট ৫ হাজার ৩০০ জন অ্যাথলেট তার মধ্যে ১৩২টি সোনা, ৮০টি রুপা ও ৫৭টি ব্রোঞ্জ মিলিয়ে ২৬৯টি পদক নিয়ে সর্বোচ্চ পদক জয়ী বাংলাদেশ আনসার। ১১৫টি সোনা, ৯৯টি রুপা ও ৮৩টি ব্রোঞ্জসহ ২৯৭টি পদক নিয়ে দলগত রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে গেমসের সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গেমসের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বর্তমান প্রজন্মের কিংবদন্তি ও আধুনিক বাংলাদেশের রূপকার সকল প্রকার অনুপ্রেরণার উৎস সবধরণের খেলাধুলা অন্তঃপ্রাণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি’