• Fri. Nov 22nd, 2024

প্রাপ্তি সমাচার (রওশন আক্তার)

জীবনে প্রাপ্তির হিসেব কষলে
যোগবিয়োগে শূন্যই পাই।
ফলাফল স্বরুপ বাস্তবে শুধু
ফাঁকা গল্পগুলোই থেকে যায়।
তবুও প্রতিনিয়ত সব অবসাদ
ভুলে থাকার চেষ্টা করে যাই।
যদিও জানি —-
চেষ্টা যতো, সব বৃথাই ।

       কিছু চাওয়া-পাওয়া
       রয়ে যায় অপূর্ণতায়। 
       কিছু ইচ্ছা-আকাক্সক্ষা
       মিশে রয় দুস্পাপ্যতায়। 
           কিছু স্বচ্ছ স্বপ্ন 
  প্রবল দীর্ঘশ্বাসে  চাপা পড়ে যায়।

      এক জীবনের সকল আশা 
            পূরণ হবার নয়। 
      এক সাগরের সকল ঢেউই
             তীর নাহি ছোঁয়। 
      এক আকাশের সকল তারা 
             গোনা নাহি যায়।
      তাইতো কিছু সুখ জীবনে 
            থাকে অধরাই।

     ইচ্ছেরা সব ইচ্ছে করেই 
          মলিন রঙে রয়,
    সান্ত্বনাস্বরুপ আপন মনে
         মনটাকে বুঝাই ----
" আল­াহ যা করেন, মঙ্গলের জন্যই।"
   মনের মাঝে কেবল তখনই 
          শান্তি ফিরে পাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *