• Fri. Nov 22nd, 2024

বঙ্গবন্ধু (মিলু চৌধুরী)

হে নতুন,
একজন মানুষের কথা শোনো
আর কখনো
এই জনপদ এই জাতি
সূর্যমুখর দিন জোছনার রাতি
তাকে লৌকিক পাবে না।

আর পাওয়া যাবে না
দৈবাৎ তাকে
মানুষের দুঃসময় দুর্বিপাকে
শতবর্ষ শতযুগে
একগ্রহ ত্যাগ কিংবা বঞ্চনা ভুগে
এখানে এই দেশে।

অনাপস সাহসী মৃত্যুঞ্জয় বেশে
পরাধীন শোষিত মাতৃভূমির জন্য
অনন্য একজন এসেছিলেন তিনি।

তার কাছে ঋণী
এদেশের মাটি লতাগুল্ম বৃক্ষপাতা
পরিযায়ী পাখি রাজহাঁস রাতা
পদ্মা মেঘনা যমুনার জল
কাশফুল ঘাসফুল বকুল নিমফল
দখিন হাওয়া
গাংচিল ঘুঘু দোয়েলের গাওয়া
মেঠোপথ ফসলের মাঠ
কোরান বাইবেল গীতাপাঠ
কি নয়!
হাওড় বাওড় বিলের হৃদয়
ঝরনার অন্তহীন রুমঝুম পতন
জলে স্থলে নবজাতকের যতন
নৌকার পাল
কৃষকের হাল
কোদালের কাটাকাটি
গবাদি পশুর গায়ে লেগে থাকা মাটি
কিংবা অনিকেত স্রোতস্বিনী
এই মানুষের কাছে ঋণী।

হে নতুন,
এ দেশের পাহাড় বন জমির উর্বরতা
বাঁশিতে রাখালের সুরভরতা
ধান ইক্ষু তুলসি শাপলাফুল
নিশিদিন মুয?াজ্জিনের আযান আকুল
ইটভাটার কাদা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *