• Fri. Nov 22nd, 2024

মানবতার ভাষা ( ফিরোজা মেরী)

মন্দির মসজিদ গীর্জা প্যাগোডা

                সবখানের সুরে একই ভাষা

ভগবান ঈশ্বর বুদ্ধ আল­াহ

                আকাশে বাতাসে পবিত্রতা

                                মানবতা মানবতা ।

বৌদ্ধ খ্রিষ্টান হিন্দু মুসলিম

                সব জাতের শিরায় একই শোনিত ধারা

                মানুষ আনে শুধু ভেদাভেদ

এতো কখনও কাম্য নয়

                                হিংস্রতা হিংস্রতা।

হাসে কাঁদে শিশু একই ভাষায়

                ক্ষুধায সব শিশু অন্ন চায়

জাতের বাছবিচার আমরা শেখাই

                 ছোট বড় ভেদাভেদ বড়রা বোঝাই

                                ধর্মান্ধতা ধর্মান্ধতা।

মানুষের জন্য ভালোবাসা

                এটাই হওয়া চাই সবার ভাষা

স্নেহ প্রেম মমতা ভালোবাসা

                 ভেদাভেদ ভুলে সবার আশা

                                 দেশাত্মতা দেশাত্মতা।

চৌদ্দ কোটি মানুষ বাংলাদেশের

                এসো সবাই মিলে এক হই

জাত পাত গোত্র ভুলে সবাই

                ঐক্যের সুরে এসো গান গাই

                                একাত্মতা একাত্মতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *