যত্নে থাকুক সূর্যোদয়
আমাদের রাজপথ, দুপুরের ভেজা রোদ
শ্রবণের মেঘ, বসন্তের দিন,
যত্নে থাকুক।
যতেœ থাকুক আমাদের প্রেম ভালবাসা,
যাবতীয় কথা, ঝিলিমিলি আশা
গৃহস্তের সুখ,
গৃহিনীর মায়া,
ভোরের কুসুম, দুরন্ত রেলের গাড়ি, শীতে ভেজা
দোহার পাড়া, গোয়ালঘর, পথের মানুষ।
নদী ও নদের চেনা জানা।
যত্নে থাকুক, মেঘেদের তারা, পুতুলের সংসার।
বালকের ঘুড়ি, বালিকার খাতার পাতায়,
আমাদের কথন পঠন।
যত্নে থাকুক ওষ্ঠে অধরে
আনন্দ কলোল।
যত্নে থাকুক ওরা, যারা ঘুমিয়ে আছে কবরের স্নেহে।
মায়ের আদরে ঝরা পাতাদের সাথে,
তাদের জানায় প্রণতি ধ্র“বতারা।
আকাশের ভেজা চোখ।
বাংলার ঋতু, সমুদ্রের ঢেউ।
যত্নে থাকুক আমার বাংলাদেশ, গোলাপ কুসুম
ভোরের শিশির, শিউলি ফোটার দিন।
মায়ের আঁচল, পিতার জায়নামাজ। মৌমাছিদের নাচানাচি।
শ্রমিকের ভেজাশার্ট, আমার শখের মার্বেল। পুরাতন সাইকেল।
মাঝি আর পাল তোলা নাও, ধূলো বালি, মেঠোপথ,
শঙ্খের সুশ্রী ধ্বনি, সকলেই থাকুক আমার গৃহে যত্নে থাকুক হাজার বছর। আমার প্রিয় জনক শেখ মুজিবুর রহমান।