• Fri. Nov 22nd, 2024

রূপাই সাজুর কবি (নীলাদ্রিশেখর সরকার)

বিশ শতকের প্রথম দশকে ফরিদপুরের মাটি
পুণ্য হয়েছে বঙ্গের ভাষা একথা সত্য খাঁটি
উনিশশো তিন জানুয়ারি মাস তাম্বুলখানা গ্রাম
মা আমিনার কোলে এলেন জসিমউদ্দিন নাম।

বাংলা ভাষা সাহিত্যকে নিলেন ভালোবাসে
বি.এ, এম.এ দুই ডিগ্রিই কলকাতাতে এসে
তাঁর কলমের রেখা আঁকে বাংলা মায়ের ছবি
আঁকতে আঁকতে কখন যেন হলেন পল­ীকবি।

শিক্ষকতা প্রচার বিভাগ এ দুই পেশা জানি
সংস্কৃতির আন্দোলনেও এই বাঙালি মানি
কাব্য নাটক গীতকবিতা এবং ভ্রমণ কথা
মন ছুঁয়ে যায় রূপাই সাজুর প্রেমের কথকতায়।

তাঁর কন্ঠের বাঁশি ভরায় ‘সোজন বেদের ঘাট’
দুই দিকে গ্রামের মাঝে নকশীকাঁথার মাঠ
শতক পেরোয় কিন্তু আজও পল­ীর সেই ধূলি
নাড়ার আগুনে মটর পোড়া কেমন করে ভুলি।

বাংলাভাষার আকাশ জুড়ে উজল ধ্র“বতারা
আজও সচল বঙ্গভূমে তোমার কাব্যধারা
ডালিম গাছের ঠিক পাশেতে তোমার বাড়ির ছবি
ফুল ছড়িয়ে গাছ বলে- নাও, রূপাই সাজুর কবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *