• Tue. Jan 20th, 2026

লজ্জা (অঞ্জনা সাহা)

ফিরে ফিরে আসে কুৎসিত কালো রাত,

প্রতিবার আসে ফিরে।

কতোকাল ঘৃণিত ক্ষতের গ্লানি

বয়ে বেড়াচ্ছি হৃৎপিন্ডে আমার।

পিতার খুনে রাঙানো এই কলঙ্কিত

ইতিহাসের লজ্জা কোথায় লুকাই ?

আজ কতো খেতাব দিচ্ছি আমরাÑ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা !

অথচ এই আমরাই তাঁকে সমূলে

উৎপাটিত করবার জিঘাংসায়

ভোরের আলো ফুটবার আগেই তাঁর বুকে

স্বয়ংক্রিয় রাইফেল তাক করেছিলাম !

বিকট শব্দ করে গর্জে উঠেছিলো মেশিনগান,

সিঁড়ি বেয়ে তাঁর পবিত্র রক্তধারা

মিশে গিয়েছিলো বঙ্গোপসাগরে।

নীল জল লাল হয়ে উঠেছিলো সেইদিন !

আমরা ভুলিনি সেই মৃত্যুমিছিল !

আমরা ভুলিনি সেই দুঃসহ শোকগাঁথা।

মহিয়সি মাতা ফজিলাতুন্নেছা,

মেহেদি-রাঙানো বধূ সুলতানা কামাল,

তোমার আত্মজ শেখ কামাল,

শেখ জামাল ও ছোট্ট শিশু,

তোমার আদরের ধন শেখ রাসেল !

আর কতো বলবো সে-নাম ?

ধরিত্রীমাতা, আমাকে একটুখানি ঠাঁই দাও !

তুমি দ্বিখণ্ডিত করো তোমাকে !

আমি পাতালে প্রবিষ্ট হই মাতা !

খুনে রাঙা কলঙ্কিত ইতিহাসের এই লজ্জা

কোথায় লুকাই বলো, পিতা ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *