১. জীবিকা
জীবিকা শিক্ষা থেমে রাখার মানে নেই
সুর তালের শূন্যতা জীবনের গানে নেই
করোনাকে মারো
টিকা দেয়া সারো
আয় রুজির কাজ দাও কথার দানে নেই।
২. শিক্ষা
ইস্কুল কলেজ চালু করার উপায় করো নিজে
অন্য দেশের মতো চলে বুঝবে ক্ষতি কি যে
ক্রিয়েটিভ কিছু ভাবো
শিক্ষালয় মুক্ত পাবো
না হলে দেখবে চোখে বেকার যুবা গিজগিজে।
৩. করোনা
আহার আয়ের কাজের দুয়ার রাখতে হবে খোলা
বেঁচে থাকার মূল চাহিদা যাবে নাতো ভোলা
আপন দেশের উপায় ধরে
করোনাকে উধাও করে
সবার মনে আনতে হবে ফাগুন হাওয়ার দোলা।
৪. একাত্তর
যদি তুমি একাত্তরের তবে ঘামা নেই
দেশপ্রেমের প্রশ্নে সংগ্রামে থামা নেই
স্বাধীনতা বিজয়ের
আজীবন হৃদয়ের
চেতনার চূড়া থেকে একদম নামা নেই।
৫. আনন্দ
এক শ’ বছর পরে এসে বললে কেমন আছো
কী আনন্দে আকাশ কাঁদে কাঁদে মেঘের গাছ
ও এ যে প্রায় হারিয়ে পাওয়া স্বপ্ন পাখায় দখিন হাওয়া
জলের চরে উড়তে থাকে খুশির ইলিশ মাছও।
৬. আমলা
বুদ্ধি মগজ জটিল আমার যেমন খুশি বলবোই
নিজের স্বার্থে প্রভু চাকর অনেক পথে চলবোই
আছে চেয়ার শক্তি আমার
আছে কালো টাকার খামার
আমলা আমি আমজনতার কর্ণলতি মলবোই।
আশিকুর রহমান স্বাধীন
নাম
ভালবাসার নাম জপ করিলে
পাবে সেজন ভালবাসা
যদি ভালবাসা নাই পাই
কে পাবে ঐ ভালবাসা ?
ভালবাসা করে আমরা মরি
কোথায় জানিস ভালবাসা ?
প্রিয়তমা
ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গ দিয়ে
সর্বদা মন মিলিয়ে যাচ্ছে
মনের খোঁজে মনকে নিয়ে।
হাজারও শব্দ নির্বাক
ভালবাসার খোঁজে ছুটে
চলছে দূর সীমানায় ।
দেয়া নেয়া আশা আকাক্সক্ষা
অনুভবে অনাদিকালে তোমারী অজান্তে ।
মানুষ
মানুষকে যারা মানুষ ভাবে না
তাহারে করিও হত্যা
পৃথিবীতে আমি শুনবো প্রথম ওগো
সত্যিকারের কবিতা