আবার তুমি আসিতে যদি
এই বাংলায়
তাহলে হয়ত মিটিত আশা
হয়ত বা ফিরে পেত বাংলা
সেই হাসি আনন্দ।
হয়ত বা ভোরের প্রভাতী সুরে
নয়ত মাঝির ভাটিয়ালি গানে
কিংবা কোন রাখালী বাঁশির সুরে
বিমোহিত হত গ্রাম বাংলার প্রতিপ্রান্ত
তোমাকে আবার হয়ত রাখিত
মনের মণিকোঠায়।
হয়ত বা বাংলার প্রতি ঘরে ঘরে
বইত আনন্দবার্তা।
সেই বজ্র নির্ঘোষ কণ্ঠে বলতে
বাংলা আমার মা
বাংলা আমার প্রাণ
বাংলা আমার সকল কিছু
তাই তো তুমি বাংলার বন্ধু
প্রতিটি বাঙালির বাংলা
তুমি বলেছিলে- সেই কথা
তোমার উত্তরসুরী
বয়ে চলেছে বাংলার ভাগ্য।
ডেঙ্গুসহ মশাবাহিত নানাবিধ রোগ জীবানু থেকে মুক্ত থাকতে
বাড়ির আঙ্গিনা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন,
নিজের পরিবার ও দেশকে
সুস্থ জীবন গঠনে সহায়তা করুন।