অনন্য কথা ডেস্ক: করোনা রুখতে টিকাকরণে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু টিকা নেওয়ার পরেও এই মারণ ভাইরাসের হাত থেকে পাকাপাকিভাবে মুক্তি পাওয়া যাবে, এমনটা জোর গলায় জানাতে পারছেন না বিশেষজ্ঞরাই। প্রসঙ্গত, এই মুহূর্তে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু টিকার প্রথম ডোজ নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কী টিকা নিলেও রেহাই পাওয়া যাবে না করোনাভাইরাসের হাত থেকে? এবার এই প্রশ্নের জবাব দিলেন ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা ইল্লা । তিনি জানান, ইনজেকটেবল ভ্যাকসিন শুধুমাত্র ফুসফুসের নিম্নাংশকে সুরক্ষিত করে, উর্ধ্বাংশকে নয়। সেক্ষেত্রে করোনা টিকার দু’টি ডোজ নেওয়ার পরেও সংক্রামিত হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, টিকা নেওয়ার পরেও মাস্ক পরা থেকে শুধু করে কোভিড সম্পর্কিত যাবতীয় সতর্কতাবিধি মেনে চলতে হবে।
কৃষ্ণা জানান, টিকা নিলে করোনাভাইরাসের ভয়াবহতা অনেকটাই কমবে। প্রাণঘাতী হয়ে উঠবে না করোনা। করোনা সংক্রমণ এড়াতে টিকাকরণে জোর দিচ্ছে সরকার।