তুমি মোর ভাব হয়ে দিয়েছো যে ভাষা
তাই লিখেছি তোমারই গান,
তুমিতো জানোনা কথাতো রাখোনা
নিঃশেষে সব করে গেছি দান।
দিলেন কো সুখ- ভরালে যে দুখ,
আঁধারে দিলেনা আলো,
চাওয়া-পাওয়া খেলা এত অবহেলা
বলো না দেখাই ছিল ভালো।
স্মৃতির মালারে বেঁচে থাক প্রেম
রেখে যাই মোর গান,
ফাগুনের মাঝে স্বপন দেখুক মন,
আনন্দঘন মিলনের আহবান