প্রকৃতির অপরূপ শোভিত শোভায়
মনকে আন্দোলিত করে অনুপ্রেরণায়।
ফুল ফল বৃক্ষের মেলায় প্রাণের আঁখোরে
শীতের কুহেলিকা রঙের মেলা দেখোরে।
মনের দক্ষিণা পেতে মন পেতে চায় আনন্দ
ফুলের শোভায় মনে জাগে কবিতার ছন্দ।
শীত পবন বসন্ত বেলী ফুলের সমারোহে
জাগে পবিত্র মন অনুরণ দক্ষিণ বাতাস বহে
উত্তরের হিম ধরা দেয় শেষ প্রহরে ঝিরি ঝিরি মৃদু
কালক্ষেপনে বন্ধুতী ভাঙন প্রবণতী শুধু শুধু
এ সুন্দর প্রকৃতির লালিত স্বপ্ন ভন্তর করো শোভা নয়
ভালবাস এ জগতের সকল দান দেখবে হবে জয়।
পবিত্র মনের পবিত্রতায় বিধাতার রহমত এসে যায়
থাকে ফেরেস্তা, শয়তান হেরে যায়, বিধাতা খুশি হয়।
বিধাতার দানের শুকরনো আদায় পর্থিব জীবনের মূল্যায়ন
সৎপথে জীবন গড়ার প্রত্যাশায় এটাই করবে আহরণ।
সময় বলে দেয় কাজের স্বার্থকতা, অলসতা ভাল নয়
সঠিক কর্মই একদিন উজ্জল সম্ভাবনাময় সাধনার জয়।
ভাল কাজের স্বপ্নটা আলোর প্রদীপ জ্বেলে উজ্জল তারা
যুগ যুগান্তরের আলোর মিছিল জাগবে পরম পারা।
জীবনটা হবে শিল্পিত আঁকা তুলির মত ফ্রেমে আঁকা ছবি
মনোমুগ্ধকর ক্যানভাসে জীবনকে ফুটিয়ে তোলে সেতো কবি।