সুলতানা সাঈদা বেগম
উচ্ছশৃঙ্খল মেঘের ঘনঘটা
উদাসী মনে কবিতার নাচন
জেগে উঠে সুপ্ত ভাবনা, যত সূতোয় গাঁথা ছন্দ
আকাশ কাঁদে কবির ভাবনা বাড়ে
গহীন অরণ্যে বৃষ্টির খেলা, সবুজের দোল
চমকিত মন নির্ভয়ে খোঁজে বিশ্বের মাঝে
সৃষ্টির অপরূপ রূপান্তর
নির্মল বাতাস বৃষ্টির সাথে আড়ষ্ট
কোন এক মগ্নতায় চোখের পাপড়ি বন্ধ
ঘুমঘোরে বর্ষার অবগাহন
মাটির উপর গড়িয়ে যাওয়া বর্ষার স্রোত
গ্রাম, সভ্যতার শহর তোলপাড়
তুমি দেখেছো কবি
বৃষ্টির প্রবাহ সভ্যতা অঙ্গনে নতি স্বীকার করে না
আপন গন্তব্যে আপন ধারায় প্রমূর্ত
কত গরীবের ঘর ভাঙ্গলো
কত রাস্তায় কাদা বাড়লো
গভীর হৃদয়ে উপলদ্ধি করেছো
ঝরঝর বৃষ্টির কলতান
কত গভীরে কত বিন্যাস্ত ভাবনায়
জড়িয়ে যায় প্রাণ, লিখনীর উপকরণ
প্রাণের নব্যতার ধারায়
বৃষ্টির মৃদু ছন্দে হেঁটে হেঁটে
মনের নর্তকীরা নেচে বেড়ায়
রিমঝিম শব্দে...
মলিকা বনে কবিকে ভাবায়
বিস্মিত সব রচনা সৃষ্টি করতে।