• Fri. Nov 22nd, 2024

বাংলাদেশ ও শেখ মুজিবুর রহমান (হাবিবা বেগম)

বাংলাদেশ মানে শেখ মুজিবুর রহমান

যিনি বঙ্গবন্ধু আর জাতির জনক বলে পরিচিত

বলে এ কথা বাংলার আকাশ বাতাস নদীনালা

সবুজ জমিন শস্যক্ষেত এবং পাখিরা গানে গানে।

বাংলাদেশ মানে চলি­শ সাতচলি­শ বায়ান্নর

ভাষা আন্দোলন চুয়ালি­শধারা উপেক্ষা মিছিল

গুলিবর্ষণে শহীদদের রক্তে ভাসে পিচঢালা পথ

সন্তানহারা মায়ের পাঁজরভাঙা আর্তচিৎকার।

বাংলাদেশ মানে সত্তরের প্রাদেশিক নির্বাচনে

নিরস্কুশ সংখ্যাগরিষ্ঠ বিজয় যা বাংলাদেশের

অভ্যুদয়ে অন্যতম প্রেক্ষাপট রচনা করার

এনে দেয় সফলতার গুরুত্বপূর্ণ এক সিঁড়ি।

বাংলাদেশ মানে একাত্তরের সাতই মার্চ

তর্জনী উঁচিয়ে আবেগসঞ্চার ঐতিহাসিক ভাষণ

যার গর্জনেই আকাশ থেকে স্ফুলিঙ্গ ঝরেছিল

পাকিদের কাছে ইজ্জত আর জীবন গচ্ছিত রেখে

আবাল বৃদ্ধবনিতা পড়েছিল ঝাঁপিয়ে যুদ্ধক্ষেত্রেই

ভয়াবহ মুক্তিযুদ্ধ পেয়েছি স্বাধীন বাংলাদেশ।

বাংলাদেশ মানে সন্তানহারা মায়ের কান্না

ধবধবে সাদা শাড়ি সিঁদুর ধোয়া বাংলার নারী

ও বীরাঙ্গনাকে তিরস্কার আর গহীন বুকের জ্বালা

বিক্ষত পুত্রের লাশ হৃতসর্বস্ব পিতার কাঁধে।

বাংলাদেশ মানে তেরো বছর তোমার কারাবাস

সব স্বাদআহ্লাদ বর্জন করে দেশের জন্য জীবন

মীরজাফর উচ্চাভিলাষী কতিপয় সৈনিকের

বইয়ে দেওয়া মুজিব পরিবারের রক্ত গঙ্গা।

তবুও পারেনি তোমাকে বিলুপ্ত করে দিতে

সমস্ত বাংলায় ভাসে দেখি শুধুই তোমার ছবি।

তোমার মাটি আমার শেষ ঠিকানা

                                সালমা ডলি

এই দেশ আমার মা

এই দেশের পবিত্র মাটি।

গায়ে মেখে রোদে পুড়ে

হব আমি খাঁটি।

তোমার প্রকৃতিতে গতিময় ছন্দ

সর্বত্র মিশে আছে মাটির সোঁদাগন্ধ।

তুমি গরমে মধু মাস

হেমন্তে কৃষকের মুখে হাসি,

শীতে পিঠা পায়েসের মাধুর্য

বর্ষায় সর্বনাশী।

বাতাসে তোমার অম্লান হাসি,

ছিন্ন করেছো পরাধীনতার ফাঁসি।

অনুভব করি তোমার

আনন্দ বেদনার শিহরণ।

টিকিয়ে রাখব তোমায়

যে কোনো পরিস্থিতিতে আমরণ।

তোমার মাটি আমার শেষ ঠিকানা

নিজেকে উৎসর্গ করে রেখে যাব নিশানা।

ক্ষয় হবে শেষ রক্তবিন্দু,

শেষ নিঃশ্বাস পলে পলে,

অবশেষে আমি মিশে যাব

এ দেশের হাওয়া জলে।

মৃত্যুঞ্জয়ী সন্তান হবে এ দেশে রাশি রাশি

জেনো মাগো তোমায় খুব ভালোবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *