• Tue. Jan 20th, 2026

ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘রাধে’

বিনোদন ডেস্ক : করোনা আবহের মাঝেই সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। ঈদেই মুক্তি পাচ্ছে সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। শুক্রবার (২৩ এপ্রিল) মুক্তি পাবে ছবির ট্রেলার। দীর্ঘ সময় পর ফের ফুল ফর্মে দেখা যেতে চলেছে ভাইজানকে। চলতি বছরের ১৩ই মে থিয়েটার ও ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে মুক্তি পাবে এই ছবি। ছবির পরিচালক প্রভু দেবা ঈদে এই ছবির মুক্তি কথা জানিয়েছেন। জানা গেছে, সকল স্বাস্থ্যবিধি ও প্রোটোকল মেনেই মুক্তি পাবে এই ছবি। করোনা আবহে যখন ফের সিনেমাহলগুলির ঝাঁপ বন্ধ হতে চলেছে তখন এই ছবির রিলিজ কিছুটা হলেও আশার আলো জাগাচ্ছে হল মালিকদের মনেও। থিয়েটারগুলির পাশাপাশি এই ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মেও। জি ফাইভে মুক্তি পাবে এই ছবি। তবে বাকি ডিটুএইচ অপারেটর্সেও দেখা যাবে ছবিটি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মাল্টি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *