ঈদের ময়দান আতাউর রহমান
খুশির বার্তা আনল বয়ে, বাঁকা ঈদের চাঁদ
সারা আকাশ ছড়িয়ে গেল, সেই দ্যূতিরই স্বাদ
চাঁদের সাথে দুলল হৃদয়, জাগল মুসলমান
মজবুত হল দ্বীনের পথ, সতেজ হলো প্রাণ।
এক বাঁধনে নিখিল জগৎ, এক কাতারে এসে
রুকু সিজদাহ করে সবাই, এক আলাহ্র দেশে
নাই ভেদাভেদ ধনী গরিব, কাবার দিকে মুখ
সবার মাথায় দ্বীনের টুপি, অন্তর ভরা সুখ।
সাম্যের ঢেউ লাগছে ভেসে, ঈদের ময়দান ভরে
এক আলাহ্র সৃষ্টি মানুষ, বাঁধা প্রেমের ডোরে
আরশ হতে দেখছে খোদা, আশরাফুলের হিয়া
ফিরনি সিরনি বিলায় কত, তসতরিতে নিয়া।
একত্ববাদের উড়ে নিশান, গগন ভরে আজ
বিশ্ব জুড়ে জয়বার্তা, আলাহু আকবার আওয়াজ
পালায় শয়তান আঁধার দেশে, পুণ্যির ভয় পেয়ে
হৃদয় মাঠে জ্যোতির আলো, ইবলিস কে যায় ধেয়ে।
সারা মাঠে উদয় হৃদের, খুলে গেলে হাত
মানবতার গাইয়ে গীতি, দিল যোগ দিল তার সাথ
বুকে বুকে কোলাকুলি, মধুর মিলন মেলা
সুবাস ভরে ঈদের মাঠে, করছে বাতাস খেলা।
আসমান দুয়ার খুলে দেখে, ফেরেস্তা ঈদের দিন
সৃষ্টি সেরা মানুষ ভবে, খোদার কাছে ঋণ
মুহাম্মদের উম্মত দেখ, জাহেলিয়ার পরে
ইসলাম ধর্ম হইছে ধন্য, আহম্মদের তরে।