ঘিঞ্জি শহরের বুকে মন খারাপ হলে
বড়জোর এক ফালি বারান্দা
নয়তো ছাদে অথবা
নির্জন নিস্তব্ধ চিলে কোঠায়
চিত্ত আজি বড়ই সন্দিগ্ধ
কবে শহুরে ধুলো আর ব্যাস্ততাকে
দুরে সরিয়ে ছুটে যাব
আপন করে নেব উষ্ণ আলিঙ্গনে
গ্রাম বাংলার বুকে তোমার রুপের ঝলকানিতে
আনন্দ মহোৎসবে
সদা শুভ চেতনার রঙে রঙ্গিন
এমন এক অসীম ক্ষেত্রে
ফিরবো না আর অতিক্রান্ত পথে
যেথায় উন্মুক্ত আকাশের নীচে
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার
ছোট্ট বেলার একরাশ হাসি।