সময় অস্থিরতা কমায় তাই না?
হুম একদম ঠিক!
প্রতিটি ন্যানো সেকেন্ডে প্রতিটি প্রানের সংখ্যায় পরিনত হওয়ার তীব্র অস্থিরতা ,
যা আজ সহনীয় ।
৭ থেকে ১৭ তা থেকে ৬৬! আহ কি নিদারুণ কষ্ট!
সকালের সুস্থ মানুষ গুলো অক্সিজেন স্যাচুরেশন
এর ওঠা নামায় সন্ধ্যায় মৃতদেহ!
স্বজনদের করুন আকুতি শেষ হয় চোখের নোনাজলে! আহ!
যে স্কুল গুলো ফুলে, সজ্জায় একদম প্রস্তুত
সংস্পর্শহীন ইনফ্রারেড যন্ত্রে আর লিটার লিটার
ব্লিচিং এর উৎকট গন্ধে ,ঝকঝকে তকতকে;
নেই শুধু জান্নাতের পাখিদের কোলাহল!
কেমন আছি আমরা?
শুধুই নিত্য ছুটে চলা।
আমার হৃদয়ের তীব্র ওঠানামা,
আমার স্বজন হারানোর চোখের জল তোমাকে কি অস্থির করতে পারে??
পারেনা পারেনা!
যার যায় সেই বোঝে বিচ্ছেদের কি যন্ত্রনা!
সময় অস্থিরতা কমায় এটাই নিদারুণ বাস্তবতা।