অনন্য কথা অনলাইন প্রতিবেদক : অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করে বার কাউন্সিলের প্রক্রিয়া সম্পন্ন করার পরেই নিবন্ধনভুক্ত হয়ে আইন পেশায় নিয়েজিত হওয়া যায়। এলএলবি সম্পন্ন হলে দেরি না করে এখনই বার কাউন্সিলে আপনার ইন্টিমেশন (সদস্যপদ পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র) জমা দিন। কারণ ইন্টিমেশন জমা দেয়ার সময় ৬ অতিবাহিত না হলে বার কাউন্সিল কর্তৃপক্ষ এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয় না। জেনে নেয়া যাক ইন্টিমেশন জমা দেয়ার পদ্ধতি। প্রথম ধাপ: ইন্টিমেশন ফরম সংগ্রহ করতে প্রথমে ঢাকাস্থ বাংলা মোটরে বার কাউন্সিল (রুপায়ন ট্রেড সেন্টার) ভবনের ৫ তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) বা এসআইবিএলের যেকোনো শাখায় প্রয়োজনীয় তথ্য পূরণ করে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে বার কাউন্সিল অফিস থেকে এই ফরম সংগ্রহ করতে হবে।
দ্বিতীয় ধাপ : ইন্টিমেশন ফরমটি যথাযথভাবে পূরণ করে বার কাউন্সিলের দেয়া এফিডেভিটের নমুনা কপির নির্দিষ্ট তথ্য প্রদান শেষে ১০০ টাকা মূল্যের দুটি স্ট্যাম্পের উপর একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে ১০ বছর আইন পেশায় যুক্ত আছেন এমন একজন আইনজীবীর কাছ থেকে পাসপোর্ট সাইজের ৫ কপি ছবি (কালো কোর্ট, টাই ও সাদা শার্ট পরিহিত); মাধ্যমিক পরীক্ষার নম্বর ও সনদপত্রের ফটোকপি; উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর ও সনদ পত্রের ফটোকপি; জাতীয় পরিচয়পত্রের ফটোকপি; এলএলবি (সম্মান) পরীক্ষার সনদ ও নম্বরপত্রের ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করতে হবে।
তৃতীয় ধাপ: আইনজীবীর সত্যায়িত সব কাগজপত্র ফটোকপি করে নিতে হবে। ফটোকপি এবং মূলকপির বাংলা মোটরের দক্ষিণ পরিবাগের বোরাক টাওয়ারের বার কাউন্সিলের দ্বিতীয় শাখায় যেতে হবে। ওখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মূলকপি রেখে ফটোকপি সেটে রিসিভ সিল দিয়ে আপনাকে ফেরত দেবে। আপাতত আপনার কাজ শেষ।
চতুর্থ ধাপ: আপনার ইন্টিমেশন জমা দেয়ার ৬ মাস অতিবাহিত হলে বোরাক টাওয়ারের বার কাউন্সিল অফিসে রিসিভ কপি অনলাইনে চেক করে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দেবে। আর যদি কোনো কাগজপত্র জমা দিতে বাকি থাকে সেক্ষেত্রে ওই কাগজপত্র দেয়ার পরে আপনাকে রেজিস্ট্রেশন কার্ড দিবে। রেজিস্ট্রেশন কার্ড হাতে পাওয়ার পর বার কাউন্সিলে এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা হলে আপনাকে ফরম ফিলাপ করতে হবে। তাহলে আপনার পরীক্ষা দিতে আর কোনো বাধা থাকবে না। এই এই রেজিস্ট্রেশনের মেয়াদ আগামী ৫ বছরের জন্য প্রযোজ্য হবে।
সূত্রঃ উত্তরণ বার্তা/এআর