• Tue. Jan 14th, 2025

আট মাসের গর্ভবতী হয়ে তাইকোন্ডোয় সোনা

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নাইজেরিয়ায় আয়োজিত হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভ্যাল। তাতেই তাইকোন্ডো বিভাগে নেমেছিলেন আমিনাত ইদ্রিস নামে ২৬ বছর বয়সি ওই অ্যাথলিট। তবে অন্যান্যদের মতো তাঁর শারীরিক পরিস্থিতি ছিল না। কারণ ততদিনে তিনি আটমাসের অন্তঃসত্ত্বা। তা সত্ত্বেও মনের জোরে প্রতিযোগিতায় অংশ নেন। তবে শুধু অংশ নেওয়াই নয়, সবাইকে অবাক করে সোনার মেডেলও জিতে নেন। তাঁর টুর্নামেন্টে লড়ার ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে।এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ইদ্রিস জানান, “এটা আমার কাছে খুবই সম্মানের। কয়েকদিন ট্রেনিং করার পরই আমি টুর্নামেন্টে নামার ব্যাপারে মনস্থির করে ফেলি। সোনার মেডেল জিতে তাই খুবই ভাল লাগছে।”
অভিষেকের আগেই এত দাম!
পেশাদার ক্লাব ফুটবল মানেই অর্থের খেলা। আধুনিক ফুটবল এখন এমন জায়গায় পৌঁছেছে যে, অংকটা যত বড় হোক না কেন একটা পর্যায়ে তা মামুলি মনে হয়। এই যেমন গ্যারেথ বেলের কথাই ধরুন। ক্লাব ফুটবলের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার যার চুক্তির অংকটা হয়েছে তিন অংকের মিলিয়ন ডলারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *