• Mon. Jan 13th, 2025

আশ্চর্য সময়
দেবারতি ভট্টাচার্য

সবুজের কানে পাতাদের ক্রমাগত গুনগুন
নীলের গায়ে আকাশের একটানা মাখামাখি
বসন্তের গালে আবীরের অনর্গল আদর
তবু কোকিলের গানে কান পাতে আশ্চর্য সময়
শব্দ ঝরে নিঃশব্দে ক্রোধের শব্দ
পাহাড়ের নীচে চাপা পড়ে থাকে ভালোবাসার জ্বর
তবু বসন্তের আত্মহত্যার দাগ মোছাতে ডানা মেলে ধরে
তোমার হাতচিঠির মুগ্ধ সকাল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *