সবুজের কানে পাতাদের ক্রমাগত গুনগুন
নীলের গায়ে আকাশের একটানা মাখামাখি
বসন্তের গালে আবীরের অনর্গল আদর
তবু কোকিলের গানে কান পাতে আশ্চর্য সময়
শব্দ ঝরে নিঃশব্দে ক্রোধের শব্দ
পাহাড়ের নীচে চাপা পড়ে থাকে ভালোবাসার জ্বর
তবু বসন্তের আত্মহত্যার দাগ মোছাতে ডানা মেলে ধরে
তোমার হাতচিঠির মুগ্ধ সকাল ।