অনন্য কথা ডেস্ক:হিজরী হিসাব অনুযায়ী, আগামী ১৩ অথবা ১৪ মে ঈদ উদযাপিত হওয়ার কথা। কোনদিন ঈদ হবে, তা চাঁদ দেখার ওপর নির্ভর করছে। জাতীয় চাঁদ দেয়া কমিটি এ বিষয়ে যথাসময়ে ঘোষণা দেবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে চলমান সর্বাত্মক লকডাউনের পর কঠোর বিধিনিষেধ আসছে। ফলে এবারও পরিস্থিতি খারাপ থাকায় ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাতে নিষেধাজ্ঞা থাকছে।