ঈশ্বর, আমার বঙ্গবন্ধুকে ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও বাংলার প্রকৃষ্ট সময়।
আগস্টের অচল ঘড়ির কাঁটায়
থমকে আছে স্বাধীন বাংলার জীবন।
ঈশ্বর, তুমি দেখো
এরা বঙ্গবন্ধুর আদর্শ ভুলে
ফাল্গুনী মৌমাছির মত গরীবদের চুষে খাচ্ছে,
ব্যবহার করছে তাদের ইচ্ছা-অনিচ্ছায়,
লাঙলের বলদের মতন খাটাচ্ছে নিরীহদের
প্রতিনিয়তই বাড়ছে ডিজিটাল ভিক্ষুক।
ঈশ্বর, তুমি জানো !
আমার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়
এখনও তালিকা হয়নি রাজাকারের,
রোজ চলে মুক্তিযোদ্ধা যোগ বিয়োগের খেলা।
এখনও বীর মুক্তিযোদ্ধা ভিক্ষা করে-
বাঁশের লাঠিতে ভর করে
নয়তো ঘুষের টাকায় দান করা হুইল চেয়ারে।
ঈশ্বর,
আমি সোনার বাংলা চাই-
স্বাধীনতার আলোয় আলোকিত বাংলা চাই,
বঙ্গবন্ধুর সোনার বাংলা।
ঈশ্বর, আমাকে বঙ্গবন্ধু ফিরিয়ে দাও।