• Mon. Dec 2nd, 2024

এবার ঈদে দর্শকদের জন্য
বিভিন্ন চ্যানেলে ডজন ডজন সিনেমা ও কয়েক ডজন নাটক ও টেলিফিল্ম

করোনা মহামারিতে আচ্ছন্ন এখন পৃথিবী। তবুও জীবনের নিয়মে চলছে আনন্দ উৎসব। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে বিভিন্ন চ্যানেল সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানমালায় থাকছে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ ম্যাগাজিনসহ নানা আয়োজন।
এরমধ্যে ঈদের দিন থাকছে ‘আহত ফুলের গল্প’। অন্তু আজাদ নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান, সুজন মাহবুব, আলী আহসান, জয়া রায়, গাজী রাকায়েত প্রমুখ। ঈদের ২য় দিন দেখানো হবে ‘তুমি আছো তুমি নাই’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন দীঘি, আসিফ ইমরোজ, শবনম পারভীন, সুব্রত প্রমুখ। ঈদের ৩য় দিন রয়েছে ‘উনপঞ্চাশ বাতাস’। অভিনয় করেছেন শার্লিন ফারজানা, ইমতিয়াজ বর্ষণ, ইলোরা গহর, মানস বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক প্রমুখ। পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। ঈদের ৪র্থ দিন প্রচার হবে ‘অলাত চক্র’। পরিচালনায় হাবিবুর রহমান। অভিনয়ে জয়া আহসান, আহমেদ রুবেল প্রমুখ। ঈদের পঞ্চম দিন প্রচার হবে ‘কাঠবিড়ালি’। ছবিটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা। অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন, শিল্পী সরকার অপু প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন বাপ্পী ও অপু বিশ্বাস জুটির ছবি ‘প্রিয় কমলা’ প্রচার হবে। নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়। ঈদের ৭ম দিন ‘শাটল ট্রেন’ দেখানো হবে। প্রদীপ ঘোষ নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ইমরান হোসেন ইমু, ইন্দ্রানী ঘটক প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আই তে। এছাড়া চ্যানেল আই প্রচার করবে ১০ টি নতুন টেলিফিল্ম এবং জনপ্রিয় বৈশাখি টেলিভিশনে প্রচারিত হবে ১৪ টি নতুন নাটক ও ১৪ টি সিনেমা সহ নানা আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *