• Mon. Sep 9th, 2024

করোনার ভ্যাকসিন নিলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নামমাত্র নির্দ্বিধায় টিকা নিন, বলছেন বিশেষজ্ঞরা

অনন্য কথা ডেস্কঃ: নির্দ্বিধায় কোভিড (COVID-19 Vaccine) টিকা নিন। টিকার কার্যকারিতা সমীক্ষায় টিকার কার্যকারিতা নিয়ে একাধিক সমীক্ষায় প্রমাণিত হয়েছে যে, কোভিড টিকা গ্রহীতাদের মধ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই কম। রীতিমতো পরিসংখ্যান দিয়ে এমনটাই জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট একটি জরিপের রিপোর্ট প্রকাশ করেছে। এছাড়াও ইন্ডিয়ার চএওগঊজ কোভিড টিকা নিয়েছেন এমন প্রায় সাড়ে ১২ হাজার জনের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এর পরই জনতার কাছে তাঁদের আবেদন, ভ্যাকসিন নিতে অযথা ভয় পাবেন না। একাধিক সমীক্ষায় প্রমাণিত হয়েছে সংক্রমণ রুখতে কোভিড টিকার কার্যকারিতা।

মহামারী রুখতে একমাত্র ভরসা  কোভিড ভ্যাকসিন। অথচ  সেই টিকা নিয়ে একাধিক গুজব ছড়িয়েছে। অনেকে আবার ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন। এমন পরিস্থিতিতে চণ্ডীগড়ের চএওগঊজ তাদের সমীক্ষার তথ্য প্রকাশ করল। কী বলছে তাদের সমীক্ষার রিপোর্ট? টিকা নিয়েছেন এমন প্রায় ১২ হাজার ২৪৮ স্বাস্থ্যকর্মীর উপর সমীক্ষা চালিয়েছেন চণ্ডীগড়ের বিশেষজ্ঞরা। টিকার প্রথম  ডোজ নিয়েছেন এমন ৭ হাজার ১৭০ জনের মধ্যে মাত্র ১৮৪ জন (২.৬ শতাংশ) করোনা আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন ৩ হাজার ৬৫০ জনকে পর্যবেক্ষণে রেখেছিল সংস্থাটি। দেখা যায়, তাঁদের মধ্যে মাত্র ৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা টিকার  সেকেন্ড ডোজ গ্রহীতার মোটে ২ শতাংশ। এদিকে দুটি  ডোজ নেওয়ার পর ১৪ দিন পেরিয়ে গিয়েছে এমন ৩ হাজার জনকে নিয়ে সমীক্ষা চালায় চণ্ডীগড়ের PGIMER

। তাতে দেখা যায়, তাঁদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন মোটে ৪৮ জন (১.৬৮ শতাংশ)।

এই সমীক্ষা থেকে স্পষ্ট, করোনা ভ্যাকসিন নিলে কমছে সংক্রমণের হার। সমীক্ষায় উঠে এসেছে আরও একটি বিষয়। দেখা যাচ্ছে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর করোনা সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে কম। এই পরিসংখ্যান উদ্ধৃত করেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভ্যাকসিন নেওয়ার পক্ষে জোরদার দাবী করেছেন। তাঁদের মত, কোনও গুজবে কান দেবেন না। ভ্যাকসিন নিলে  যৌনক্ষমতা কমে না। ভ্যাকসিন নিলে অন্য কোনও রোগের সম্ভাবনা বাড়ে না। বড়জোর এক-দু’দিনের জন্য জ্বর বা গা-হাত পা ব্যথা হতে পারে। করোনা থেকে সুরক্ষার জন্য এই কষ্ট বোধহয় স্বীকার করাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *