• Sun. Dec 8th, 2024

কাঁচা দুধে হোক ঘরের গাছ তরতাজা, রইল ইন্ডোর প্ল্যান্ট যতেœর ৫ উপায়

ডিজিটাল ডেস্ক: লকডাউনের কারণে এখন দিনের বেশিরভাগ সময় কাটে ঘরের মধ্যেই। তার ওপর ওয়ার্ক ফ্রম হোমের (ডড়ৎশ ঋৎড়স ঐড়সব) ঠেলায় রোজ স্ট্রেস বাড়ছে দ্বিগুণ পরিমাণ। মুডের আপ-ডাউন তো লেগেই রয়েছে। এ অবস্থায় মনকে ভাল রাখা সত্যিই খুব কঠিন হয়ে পড়ছে। তাই তো মনোবিদরা বলছেন, মনকে ভাল রাখার নানা উপায় বার করুন। কাজের বাইরেও ব্যস্ত হয়ে থাকুন মন ভাল রাখতে। আর এ ব্যাপারে গাছের (ওহফড়ড়ৎ চষধহঃং) সঙ্গে বন্ধুত্ব করাটা ভাল থাকার খুব সহজ পদ্ধতি। আর এই বন্ধুত্ব তো ঘরের ভিতর থেকেই হতে পারে। আজকাল অনেকেই তাঁদের ছোট্ট-মাঝারি ফ্ল্যাটে দুধের স্বাদ ঘোলে মেটাতে ঘরের মধ্যেই বড়জোর এক চিলতে বারান্দাতে বাগান তৈরি করছেন। কেউ কেউ আবার জানলার পাশেই নানা পদ্ধতিতে গাছ লাগিয়ে শোভা বাড়িয়ে তুলছেনঘরের। তবে ঘরে রাখা গাছের যতেœর দিকে একটু বেশিই নজর দেওয়ার প্রয়োজন। আলো-জলের বিষয়টি মাথায় রাখতে হবে সবার আগে।

১) নিয়মিত টব পরিষ্কার করুন। শুকনো পাতা টবে জমতে দেবেন না।

২) রোজ জল দেবেন না। বরং একদিন বাদে একদিন জল দিন ঘরের গাছে।

৩) মাঝে মধ্যে গাছের ডালপালা ছেঁটে দিন। এতে গাছের গোড়া যেমন শক্ত হবে, বাড়বেও দ্রুত। সপ্তাহে একবার অল্প করে কাঁচা দুধ গাছের গোড়ায় দিলে গাছের গোড়া হবে শক্ত।

৪) জলে কাপড় ভিজিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করুন গাছের পাতা কিংবা কাঁচা দুধ তুলোতে ভিজিয়ে গাছের পাতা মুছে দিন। এই উপায়ে তরতাজা থাকবে গাছ।

৫) লক্ষ্য রাখুন গাছের টবে যেন পোকামাকড় না আসে। কাঁচা দুধের মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন এতে পোকামাকড় হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *