• Sun. Sep 15th, 2024

জাগ্রত শহীদ (মোঃ আশিকুর রহমান স্বাধীন)

হে আমার জাগ্রত শহীদ আমি অনুভব করি ঠিক
আমার চারদিকে গড়া সোনার বাংলাদেশ ।
এখনো তোমাকে দাঁড়িয়ে দেখেছি শহীদ মিনারের মাঝখানে
আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তুমি বাংলায় বলছো
তোমরা মাতৃভাষা ঠিক করে রেখো
তোমরা সমস্ত শহীদ বোবা যন্ত্রণায়
যা তোমরা এতকাল রয়েছে বাংলা ভাষায় ।
আহা, দূরে কোন মাতৃভাষা বিজয়ের গান
একুশের মুগ্ধ ভোরে ফুটে ওঠা গুচ্ছ গুচ্ছ ফুলের মালা
তোমাদের দিতে এসেছে তোমাদের ভাইবোন
আজ যে তোমাদেরই প্রতিশোধের দিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *