• Tue. Sep 17th, 2024

জাতির পিতার কন্যা ( তপন বাগচী)

জাতির পিতার কন্যা গো তুমি,

নেত্রী হে শেখ হাসিনা!

তুমিই শেখালে, বাঙালি মানুষ,

কভু কারো দাস-দাসী না \

তুমিই দেখালে যুদ্ধাপরাধী

কেউ তো পাবে না পার

তুমিই ঘোচালে বাঙলার বুকে

জমাট অন্ধকার

তুমিই বোঝালে আমরা কখনো

অশুভরে ভালবাসি না \

তুমিই পেরেছ ফসল ফলাতে

নিষ্ফলা মাঠ চষে

তোমার ডাকেই জেগেছে বাঙালিÑ

কেউ নাই ঘরে বসে \

তোমার হাতেই দুখী বাংলার

শান্তির বীজ বোনা

উন্নয়নের জোয়ারের কালে,

এই হোক প্রার্থনাÑ

বাঙালি ফোটাবে শান্তির ফুলÑ

মোটেও সে সন্ত্রাসী না \

             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *