• Mon. Sep 16th, 2024

তীর্যক সময় (মাফরুহা আকতার ঊর্মি)

    

চলমান জীবনের টুকরো মুহূর্তগুলো

অবিরাম টেনে নিয়ে যায়

তীর্যক সময়ের সীমানায়

স্মৃতি বিস্মৃতির অন্তরালে

তীব্র কষ্টের জঞ্জালে,

আমিত্বময় আমির সাথে

চলতে থাকে সংঘাত

জুড়ে বসে উদ্ভট ভাবনা,

রূপের আড়ালে খেলে অন্যরূপ,

সমঝোতার দুয়ারে ঝুলে তালা।

বোকা মন একাকী কাঁদে হাসে

কী পেলাম কী দিতে এসে

লাভ ক্ষতির নিখুঁত ফলাফল

আর নাইবা হলো জানা,

বহুকাল কেটে গেলÑ

মমতাময় পৃথিবীর নিষ্ঠুরতা গুণে গুণে…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *