• Mon. Dec 9th, 2024

তোমাকে (মানিক দে)

তোমাকে এত ভালোবাসি
মুখ ফুটে বলিনি কখনো
অথবা জানতেও চাই নি আমি
তুমিও আমায় ভালোবাসো কি না

কি হবে সেসব জেনে
যদি ভালোবাসো গোপন থাক না
সে কথা হৃদয়ে তোমার
আমি তোমার চোখের ভাষাতেই
সব পড়ে নেবো
তুমিও আমার চোখের ভাষাতেই
ভালোবাসা খুঁজো

আমি তোমায় ভালবাসি
মন প্রাণ দিয়ে ভালোবাসি
এ সব কথা
আমি কেনো বলতে যাবো?
তুমি কি বুঝো না কিছু
দেখোনি আমার চোখে
ভালোবাসার শাশ্বত কোনো ছবি ?

সম্মানিত পাঠকদের জ্ঞাতার্থে বিজ্ঞপ্তি
সম্মানিত লেখক, পাঠক ও শুভানুধ্যাযীদের প্রতি অনুরোধ আমাদের মাসিক ‘অনন্য কথা’ পত্রিকাটি পড়ে আপনাদের সূচিন্তিত মতামত জানাবেন। বাংলা মাসের প্রথমে পত্রিকাটি প্রকাশ হয়। সুস্থ সমালোচনা চলার পথে পাথেয় হোক। আপনাদের অপ্রকাশিত সৃজনশীল ভাবনার বিভিন্ন বিষয়ের উপর রচিত প্রতি মাসের ৫ তারিখের মধ্যে লেখাটি পাঠানোর জন্যও অনুরোধ রইলো।


সম্পাদক
মাসিক অনন্য কথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *