আমাকে দিয়েছ দুকূল ছাপানো মুগ্ধতা
আমি ডুব দিই তোমার অতলে অবলীলায়
কখনও কখনও মনে হয় আমি বাধাহীন
প্রসারিত বাহু কখন আসবে প্রতীক্ষায়
দিন কেটে যায় দিন কেটে যায়
দিন কেটে যায় দমকা হাওয়ায় অন্তরীণ।
আমাকে দিয়েছ দুকূল ছাপানো মুগ্ধতা
আমি ডুব দিই তোমার অতলে অবলীলায়
কখনও কখনও মনে হয় আমি বাধাহীন
প্রসারিত বাহু কখন আসবে প্রতীক্ষায়
দিন কেটে যায় দিন কেটে যায়
দিন কেটে যায় দমকা হাওয়ায় অন্তরীণ।