• Fri. Sep 13th, 2024

দীর্ঘশ্বাসের শব্দ (মৌমিতা মজুমদার মুক্তা)

জাগরুক প্রতিহিংসা জ্বলছে অহর্নিশ ব্যথাক্ষুব্ধ প্রাণে

নিঃশব্দ নিঝুম স্তব্ধ রাতের জোনাক জ্বলে বনবিথীকায়

অঞ্জলি ভরা সমুদ্রের নীল হাতের মুঠিতে রেখেছি ধরে

অনেক বাধা নিয়েই চলছি পথ হোঁচট খেয়ে খেয়ে

সুতীব্র যন্ত্রণা বুকে নিয়ে কাটাই জীবনের শেষ বেলা

রাত্রির অরণ্যে ফিকে ফিকে অন্ধকার নেয় মর্মরিত বাঁক

কপালের ফেরে দীর্ঘশ্বাসের শব্দ মাতম ফেলে আকাশে

গোধূলি দুয়ারে একসময় আঁধার ঘনায় কালের গতিতে

বিদায় অস্তবেলা মনের যত কথা মনে পড়ে ঝরে দীর্ঘশ্বাস

মরিচীকার পেছনে ছুটে মিছেই খুঁজে ফেরা পরশ পাথর

বুকের গভীরে আলতো করে লুকিয়ে রেখেছি ঘৃণা আর কান্না

ব্যর্থতার দায় বারবার আমাকে যন্ত্রণার সাগরে নিক্ষেপ করে

তিমির কুয়াশাচ্ছন্ন দিকবলয় শুধুই চিন্তার শরীরে হাত বাড়াই

রিক্ত নিঃস্ব নীরব সময় হারিয়ে নিয়ে যায় সাগরের ফেনিল ঢেউয়ে…

                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *