• Mon. Sep 16th, 2024

পর্দা নামল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের

করোনাভীতির মধ্যেই শেষ হয়েছে ১০ দিন ব্যাপী বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের বিভিন্ন ডিসিপ্লিনের খেলা, পদক বিতরণীর প্রদর্শনী, অতিথিদের ভার্চুয়াল ভাষণ, মাসকট পায়রার বিদায়, আতশবাজীর প্রদর্শনী ও বিউগলের বিদায়ী রাগিনীর সঙ্গে সবার শেষে নেভানো হয় গেমসের মূল মশাল।
এবার ৩১টি ডিসিপ্লিনে অংশ নিয়েছিলেন মোট ৫ হাজার ৩০০ জন অ্যাথলেট তার মধ্যে ১৩২টি সোনা, ৮০টি রুপা ও ৫৭টি ব্রোঞ্জ মিলিয়ে ২৬৯টি পদক নিয়ে সর্বোচ্চ পদক জয়ী বাংলাদেশ আনসার। ১১৫টি সোনা, ৯৯টি রুপা ও ৮৩টি ব্রোঞ্জসহ ২৯৭টি পদক নিয়ে দলগত রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে গেমসের সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গেমসের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বর্তমান প্রজন্মের কিংবদন্তি ও আধুনিক বাংলাদেশের রূপকার সকল প্রকার অনুপ্রেরণার উৎস সবধরণের খেলাধুলা অন্তঃপ্রাণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *