• Mon. Sep 9th, 2024

প্রকৃতির কোলে সময় কাটানোর মনোরম স্থান, আপনার অপেক্ষায় চা বাগান (মাহফুজ কাদেরী)

জীবন আর সাধারণ নেই। এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। করোনা ভাইরাস (ঈড়ৎড়হধ ঠরৎঁং) শব্দ যেন প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে বিচ্ছিরি আঠার মতো লেগে রয়েছে। ঘরবন্দি হয়েই বেঁচে থাকা। বিশেষ প্রয়োজন না হলে বাইরে বের হওয়া নিষেধ। কিছু করার নেই, নিজেকে বাঁচতে এবং অন্যকে বাঁচাতে গেলে এই নিয়ম মানতেই হবে। অশান্ত সময় বটে কিন্তু হাল ছাড়বেন না। “পৃথিবী আবার শান্ত হবে।” তখন নিজের পরিযায়ী মনটাকে আবার প্রশ্রয় দেবেন। বেরিয়ে পড়বেন অজানাকে খুঁজতে।

     অনেকেরই মনে হতে পারে ভবিষ্যতের কথা এখন কী লাভ? আরে মশাই, ভাবলে তো কোনও ক্ষতি নেই। বরং মনটা ভাল হয়ে যাবে। পাহাড় যাঁদের টানে অথচ বেশি কোলাহল পছন্দ করেন না তাঁদের জন্যই  রয়েছে মিম চা বাগান।

     সিলেট এবং শ্রীমংগলে  রয়েছে  সুন্দর চা বাগান আর তার ছোট্ট ছোট্ট গ্রাম। শ্রীমংগলের সীমানার মধ্যেই পড়ে নিরিবিলি এইসব জায়গা। যেখান থেকে শহর যেমন দেখা যায়, তেমনই  দেখা যায় সুন্দরী সবুজ শোভা। ইচ্ছে হলে এখান থেকে একদিন সিলেট ঘুরে আসতেই পারেন। সাইট দেখারজন্য মনিপুরী গ্রাম, খাসিয়া পুঞ্জি, মাধবপুর লেক, চা এস্টেটস এবং লাউয়াচের বন রয়েছে তাদের মনোরম পরিবেশ। আর যদি শুধু প্রকৃতির মাঝে কয়েকটা দিন থাকতে ইচ্ছে করে তাও থাকতে পারেন।

প্রকৃতির নিস্তব্ধতাই চা বাগানের সবেচেয়ে বড় সম্পদ। বেশ কিছু স্ন্দুর কাঠের গেস্টহাউস এবং হোম স্টে রয়েছে। যেখান থেকে অনায়াসে হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করতে পারেন কিংবা পাইন গাছের সারিতে প্রকৃতির কোনও রহস্যের সন্ধানে বেরিয়ে পড়তে পারেন।

টি-রিসোর্টটি প্রচলিতভাবে শ্রীমঙ্গল শহরের নিকটে অবস্থিত,  রোড রেল ও বিমানের মাধ্যমে সিলেটের সাথে ভাল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেনঃ

Tea Resort & Museum, Srimongal, Moulvibazar – 3210, Bangladesh +88 08 626-71207 (Resort office) For Reservation:+88 01712-071502 For Corporate or

 Group Event:+88 01712-071502 Email:tearesort@yahoo.com  Visit:www.tearesort.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *