বঙ্গবন্ধু তুমি আছো
মৌমিতা মজুমদার মুক্তা
সবটুকু দিয়েও যারা পাইনি কিছুই
তুমি আছো… তবু নেই… কেউ নেই
হয়ত গিয়েছ চলে ওপারে আরো বেশি প্রাপ্তি কামনায়।
ভাসতে ভাসতে নীল কষ্টতে নীল হতে হতে
তেতে উঠছে ক্রোধের অদৃশ্য কাটাদাগ জনমনে
তার পতনরীতি তোমাকে কতটুকু ভাবিয়েছে ?
চোখের পাতায় লুটিয়ে পড়ে ধূলিকণার তীব্র বেদন
নিঃসঙ্গ ভাবনায় তৃষ্ণার্ত তোমার অবুঝ হৃদয়,
প্রসন্ন সমীরণে শুকনো পাতার উড়ন্ত ব্যাকুলতা ছিল
সে কথা ভেবে যেন কষ্টের নীল মেখে যায় সারা শরীরে।
আন্তমন্দিরে কাঁসর ঘণ্টার ধ্বনি বাজতে থাকে যেন
অন্ধকার আদালতে বিচার বসে মিথ্যা বচনের,
অনেকের কিছু দুঃখের পাহাড় বুঝি শুধু চিৎকার করে কাঁদছে।
কষ্টের প্রহরগুলো দীর্ঘ থেকে আরো দীর্ঘ হয় স্বদেশপ্রেমীদের
কখনও কখনও স্মৃতিগুলো হারিয়ে যায় কোন দূর অজানায়।
বিশ্ববাসী ও বাঙালির মনে জেগে আছো
স্মৃতির মিহি ক্যানভাসে রংতুলির আঁচড়ে।