• Fri. Dec 6th, 2024

বঙ্গবন্ধু (মিলু চৌধুরী)

হে নতুন,
একজন মানুষের কথা শোনো
আর কখনো
এই জনপদ এই জাতি
সূর্যমুখর দিন জোছনার রাতি
তাকে লৌকিক পাবে না।

আর পাওয়া যাবে না
দৈবাৎ তাকে
মানুষের দুঃসময় দুর্বিপাকে
শতবর্ষ শতযুগে
একগ্রহ ত্যাগ কিংবা বঞ্চনা ভুগে
এখানে এই দেশে।

অনাপস সাহসী মৃত্যুঞ্জয় বেশে
পরাধীন শোষিত মাতৃভূমির জন্য
অনন্য একজন এসেছিলেন তিনি।

তার কাছে ঋণী
এদেশের মাটি লতাগুল্ম বৃক্ষপাতা
পরিযায়ী পাখি রাজহাঁস রাতা
পদ্মা মেঘনা যমুনার জল
কাশফুল ঘাসফুল বকুল নিমফল
দখিন হাওয়া
গাংচিল ঘুঘু দোয়েলের গাওয়া
মেঠোপথ ফসলের মাঠ
কোরান বাইবেল গীতাপাঠ
কি নয়!
হাওড় বাওড় বিলের হৃদয়
ঝরনার অন্তহীন রুমঝুম পতন
জলে স্থলে নবজাতকের যতন
নৌকার পাল
কৃষকের হাল
কোদালের কাটাকাটি
গবাদি পশুর গায়ে লেগে থাকা মাটি
কিংবা অনিকেত স্রোতস্বিনী
এই মানুষের কাছে ঋণী।

হে নতুন,
এ দেশের পাহাড় বন জমির উর্বরতা
বাঁশিতে রাখালের সুরভরতা
ধান ইক্ষু তুলসি শাপলাফুল
নিশিদিন মুয?াজ্জিনের আযান আকুল
ইটভাটার কাদা
শিমুলের বুকভরা সুখ সাদাসাদা
নমবেদেমেয়ে বাউলের বিরহী ঘোরাঘুরি
নীলিমায় মেঘেদের অবাধ ওড়াউড়ি
সৈকত উপকূল প্রসূতিপাখি
জোনাকির আলোমাখা হরিণের আঁখি
সবকিছু সবদিনই
এই মানুষের কাছে ঋণী।

হে নতুন,
আজকে উঁচুশির আনন্দে হাঁটছো
স্বপ্নের সাজি হাতে এই যে খাটছো
প্রিয়তম মাতৃভাষায়
প্রত্যয়ে প্রত্যাশায়
বলছো শুনছো গাইছো নবগান
এইসবে আছে এই মানুষের অবদান।

আমাদের আজকের নোবেল অর্জন
কূপমণ্ডূকতার কুনীতি বর্জন
গণমুখী শিক্ষা
সৃজনী পরীক্ষা
প্রযুক্তির চাষবাস
আধুনিক ইমারত উন্নত আবাস
স্বপ্ন ও শ্রমের মিলিত কলতান
এইসবে আছে এই মানুষের অবদান।

হে নতুন,
পৃথিবীটা আজকে আমাদের হাতে
আমরা প্রাণ দেই পৃথিবী বাঁচাতে
যেখানে সংকটে
মানুষ অসহায় যাই তার নিকটে
মানবিক খোঁজ নেই
প্রীতি উপহার দেই
ক্ষুধা ও দারিদ্রের হয়েছে অবসান
এইসবে আছে এই মানুষের অবদান।

হে নতুন,
আমাদের স্বাধীনতা আমাদের মুক্তি
আন্দোলন সংগ্রাম যুদ্ধ যুক্তি
তিতিক্ষা ত্যাগের পরে
বাংলাদেশের ঘরে
আজ এতো উত্থান
এইসবে আছে এই মানুষের অবদান।

এই মানুষ দেশজনক বাঙালি পরিচয?
সিংহহৃদয়
তিনি প্রাণে প্রাণে বহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *