• Mon. Sep 9th, 2024

বঙ্গবন্ধু মুজিবুর রহমান (উদয় কুমার সাহা)

নূতন দেশ নূতন রাষ্ট্র বাংলাদেশ
পুবের সুর্য লাল আকাশ লাল
বাতাস লাল পদ্মা মেঘনার পানি লাল
লাল সবুজের মাঝে নূতন দেশ
সে আমাদের বাংলাদেশÑ
সুজলা সুফলা শস্য শ্যামল দেশ
পাক হানাদারদের অত্যাচার লুণ্ঠন
শত শহিদের রক্তক্ষয়ী সংগ্রাম
মা বোনদের রক্ষাচল মলিন বেশ
ও আঁখিজল তপন ধন্য বাংলাদেশ
ভুলিনি ভুলব না মহান শহিদের আত্মদান
বাংলাদেশের মুক্তি সূর্য মুজিবুর রহমান
প্রথম রূপকার ও শ্রেষ্ঠ কারিগর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দেশ ও দশের বন্ধু এবং জাতির জনক
বাংলা মায়ের সুযোগ্য সন্তান
দুর্বল উৎপীড়িতের ভগবান পাক বাহিনীর যম
ত্যাগ তিতিক্ষা বৈধ্য ন্যায় ও সত্যের পূজারী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক মুক্তি
যুদ্ধের বীর সৈনিক রহমান।
শোষণমুক্ত, অসা¤প্রদায়িক গণতান্ত্রিক
ধর্ম নিরপেক্ষ সার্বভৌম্য দেশ ও সমাজ
গঠনের সুযোগ্য কর্মকার মুজিবুর রহমান
যুগ যুগ অমর হও জানাই কোটি কোটি সেলাম।
সেলাম জানাই শুধু সেলাম।
বঙ্গবন্ধু লহ সেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *