• Tue. Dec 3rd, 2024

বত্রিশ নম্বর বাড়ি (গোবিন্দ ধর)

বাড়িটিকে প্রণাম জানাই
ধানমন্ডির এই বত্রিশ নম্বর বাড়ি থেকে আওয়াজ উঠেছিলো
স্বাধীনতা আমাদের মুক্তি।
লাখো লাখো মানুষের কন্ঠে সেদিন একই আওয়াজ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।
তুমি সে আওয়াজ মানুষের মনের ভেতর মন্ত্রের মতো গেঁথে দিলে।
তুমি বাংলার ঘরে ঘরে মুক্তির বিজয় পতাকা তুলে দিলে।
তুমি মানুষের মনের কপাট খুলে দিয়ে
মুক্তির স্বাদ জাগালে।
তোমার কন্ঠের আওয়াজ বজ্রনিনাদ।
বজ্রনির্ঘোষ।

এই আওয়াজ চিরতরে এই বাড়িতে স্তব্ধ করতে
দ্রিম দ্রিম দ্রিমি দ্রিমি গুলি
আওয়াজ তবুও থামলো না।
রক্তের দাগ এখনো বাড়িটির শরীর থেকে নিঃশেষ হয়নি।
বাংলার মানুষ মুক্তি পেলো।
বাংলাদেশ হলো।
তুমি শুধু স্বশরীরে নেই।
বাংলার বাতাসে
বাংলার জলে
বাংলার মাটিতে
ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির ইটে দেওয়ালে শুধু তুমি
একটি আওয়াজ আজ কোটি কোটি আওয়াজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *