• Sun. Sep 15th, 2024

মা
মো: আশিকুর রহমান স্বাধীন

মা যে আমার হাজার রাতের
স্বপ্ন দেখার সাথী
মা যে আমার চোখের মনি
একটি সোনার বাতি ।
মা যে আমার মাথার মনি
মা যে গলার হার
মায়ের স্নেহ মায়ের আদর
থাকবে চিরকাল ।
সোনা হিরা মুক্ত বল
মায়ের সমান নয় ।
কেমন তুমি
চোখে তোমর অশ্রু ভরা
মুখে তোমার হাসি
হাতে তোমার নখ যে বড়
কেমন করে আসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *