মুসলিম তারকাদের ধর্ম পালন নিয়ে ভক্তদের রয়েছে অনেক কৌতূহল। পবিত্র মাহে রমযানে মুসলিম তারকারাও রাখেন রোজা। ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী লাক্স তারকা মেহজাবীন চৌধুরী জানালেন রমযানে সুস্থভাবে রোজা রাখতে পারছি এটাই স্বস্তির।
মেহজাবিন চৌধুরীর অভিনিত ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’; ‘টম অ্যান্ড জেরি’; ‘ফটোফ্রেম’; ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’; ‘ভাই প্রচুর দাওয়াত খায়’, ‘গোলাপি কামিজ’ প্রভৃতিসহ ২০ টি নাটক এরই মধ্য কোটি ভিউয়ার ছাড়িয়েছে যে রেকর্ড এখন পর্যন্ত কারো নেই ।
মেহজাবীন আরও বলেন, রমাযানের প্রথম রোজা রেখেছেন একেবারে ছোট থাকতেই তই সম্ভবত পাঁচ বছর বয়সে ছোটবেলার রোজা কাটতো স্কুলে এখন রোজা কাটে কাজের ব্যস্ততায় । লকডাউনে মেহজাবিন শুটিং থেকে দূরে আছেন। তবে লকডাউনের আগে ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন তিনি।